• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে এসআইবিএল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৭, ১২:৪৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি ৫০০ কোটি টাকার থার্ড মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এটি শুধু বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট হাউজ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।

বন্ডটির মুনাফার হার এসআইবিএলের ষাণ্মাসিক (৬ মাস) মুদারাবা মেয়াদি আমানতের মুনাফার হারের সঙ্গে আরো ২ শতাংশ যোগ হবে। আর ইউনিট ধারকগণ ৩ বছর পর টাকা ফেরত চাইলে বন্ডটির মোট আকারের ২০ শতাংশ হারে বাড়তি ফেরত পাবেন।

পাশাপাশি ৪ মাস পরপর মুনাফা তুলতে পারবেন বিনিয়োগকারীরা।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এসআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করছে বেক্সিমকো
বন্ড দিয়ে ৯ ব্যাংক থেকে ২২৫৩ কোটি টাকা সংগ্রহ সরকারের
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
X
Fresh