• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আয়কর দিবস দিয়ে শেষ হচ্ছে রিটার্ন জমা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৭, ১৮:২৪

আজ জাতীয় আয়কর দিবস। পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপনে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) আজ সারাদেশে র্যালি ও সমাবেশ করেছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উদযাপনে সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ শিল্পী কলা কৌশলীরা অংশগ্রহণ করেন।

এদিকে আজ রাত ১০টার মধ্যে যারা রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন তাদের নির্ধারিত করের ওপর মাসিক ২ শতাংশ হারে সুদ দিতে হবে। এছাড়া আয়কর রিটার্ন জমা না দেয়ার জন্য জরিমানাও গুণতে হবে। আয়কর পরিশোধ করতে আজ দেশের সব আয়কর অফিস সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। পাশাপাশি আয়কর চালান জমা/পে-অর্ডারের সুবিধার্থে দেশের সব বাণিজ্যিক ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।