• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আগামী বাজেট হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৭, ২০:২১

আগামী ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার সচিবালয়ে রাজস্ব মুদ্রা বিনিময় সমন্বয় কমিটি এবং সম্পদ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে নতুন কিছু থাকবে না। এ বাজেট নির্বাচনী বাজেটও হবে না। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

মুহিত বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট ৩ লাখ ৭১ হাজার কোটি টাকা।

এ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস হয়েছিল।

অর্থমন্ত্রী বলেন, সংশোধিত বাজেট আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত করা হবে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসের বাজেট বাস্তবায়নের হার আগের বছরের একই সময়ের তুলনায় ভালো বলে এসময় মন্তব্য করেন তিনি। বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ভালো হয়েছে বলে এই ভালোটা হয়েছে।

এসআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি, আরও সহায়তার প্রতিশ্রুতি
বার্ষিক সাধারণ সভায় বিসিবির বাজেট পৌনে চার কোটি টাকা
নৌপরিবহন মন্ত্রণালয় চলতি অর্থবছরে ৩১টি প্রকল্প বাস্তবায়ন করছে
জুনের মধ্যে শেষ হচ্ছে ৩৩০ প্রকল্প
X
Fresh