• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাপা ফুডপ্রো এক্সপোতে রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৭, ১৮:০৮

পঞ্চম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭- তে অংশগ্রহণ করেছে রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গেলো বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ খাদ্যপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রক্রিয়াজাত কৃষি পণ্যের প্রচার, প্রসার ও ব্যবসা-বাণিজ্যের নতুন খাত তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।

রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির বাবলু মনে করেন, প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম প্রসারিত করার সুবর্ণ সুযোগ এটি।

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ ১৬টি দেশের ১২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১৩ সদস্য নিয়ে ১৯৯৮ সালে যাত্রা শুরু করে বাপা। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৭৯। যারা প্রক্রিয়াজাত খাদ্য বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি করে চলেছেন।

গেলো ২০১৬-১৭ অর্থবছরে খাদ্য রপ্তানির মাধ্যমে বাপার সদস্যরা ২০ কোটি মার্কিন ডলার আয় করেছেন।

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্লেমন নিয়ে এলো নতুন স্বাদের ‘ক্লেমন মোহিতো’
৩৪ হাজার ম্যাক ডোনাল্ড বার্গার খেয়ে রেকর্ড
ভবনে অগ্নিকাণ্ড ও হতাহতের জন্য দায়ী সরকারি ৭ সংস্থা
ভোমরা এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি গঠন
X
Fresh