• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইস্টার্ন ক্যাবলসের দর বেড়েছে ২৭.০৬ শতাংশ!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৭, ১৬:২৬

গেলো সপ্তাহে শেয়ারবাজারে গেইনারের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্যে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৭ দশমিক শূন্য ৬ শতাংশ। টাকার অঙ্কে যা ৪৭ টাকা ৭০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

এতে দেখা যায়, ১৯ থেকে ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৬ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫ কোটি ১৫ লাখ টাকা। শেষ কার্যদিবস শেষে ইস্টার্ন ক্যাবলসের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২৪ টাকায়। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৭৬ টাকা ৩০ পয়সা।

ডিএসইর তথ্য মতে, ইস্টার্ন ক্যাবলসের পরেই আছে প্যারামাউন্ট টেক্সটাইল। প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ১৮ দশমিক ৬৭ শতাংশ। এরপরে আছে ইমারেল্ড অয়েল। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১০ দশমিক ৯৮ শতাংশ।

গেইনারে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আছে ইউনিয়ন ক্যাপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, রংপুর ডেইরি, ন্যাশনাল টিউবস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, সিএমসি কামাল এবং ইয়াকিন পলিমার।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গভীর সমুদ্র থেকে প্রথমবারের মতো সরাসরি রিফাইনারিতে এলো তেল
২৮ হাজার টাকা বেতনে ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
৫ হাজার কোটি টাকার প্রকল্প চালু হচ্ছে ২৯ ফেব্রুয়ারি 
অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরি
X
Fresh