• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের ২ সৌরবিদ্যুৎ কোম্পানি পেলো ১০ লাখ ডলার পুরস্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৭, ২০:০০

সৌরবিদ্যুতের প্রতি সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য বাংলাদেশি কোম্পানি গ্রামীণ শক্তি ও এমই এসওএলশেয়ারকে ১০ লাখ ডলার পুরস্কার দিয়েছে জাতিসংঘ।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি এ পুরস্কার গ্রহণ করে।

তাদের একটি যৌথ প্রকল্পের জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে। ফলে গ্রামের মানুষ আরো বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে, সহজে বিদ্যুৎপ্রাপ্তির মাধ্যমে খরচ বাঁচাতে পারবে এবং বিদ্যুৎ কেনাবেচার মাধ্যমে আয় বাড়াতে পারবে।

জাতিসংঘ জানায়, পুরস্কারের অর্থ দিয়ে প্রতিষ্ঠান দুটি নতুন করে একশর মতো স্মার্ট গ্রিড স্থাপন করতে পারবে। এতে অন্তত ১৫ হাজার পরিবার উপকৃত হবে।

তবে এ অনুদানের প্রভাব হবে আরো ব্যাপক। কারণ এ ধরনের নতুন উদ্যোগ উৎসাহিত হবে।

পুরস্কারপ্রাপ্ত দুই কোম্পানি এক বিবৃতিতে জানায়, দেশব্যাপী গ্রামের মানুষের উৎপাদিত সৌরবিদ্যুৎ পরস্পরের কাছে বিক্রি করার প্লাটফর্ম তৈরি করতে গ্রামীণ শক্তি ও এসওএলের উদ্ভাবনী ধারণাকে ২০১৭ সালের ‘পাওয়ারিং দ্য ফিউচার উই ওয়ান্ট’ অনুদানের জন্য মনোনীত করায় আমরা গভীরভাবে সম্মানিত বোধ করছি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
X
Fresh