• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পর্যটনে সম্প্রীতির মেলবন্ধন রচিত হয় : রাষ্ট্রপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পর্যটনের মাধ্যমে মানুষে-মানুষে সম্প্রীতির মেলবন্ধন রচিত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হয়।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সর্বসাধারণের নিকট স্বল্পমূল্যে পর্যটন সেবা পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে। ভ্রমণ ও আবাসনসহ অন্যান্য ব্যয় কমাতে হবে।

তিনি বলেন, ভ্রমণের মাধ্যমে মানুষ একে অপরকে জানতে চেষ্টা করে। পৃথিবীর রং, রূপ, সৌন্দর্য উপভোগ করে।

তরুণ ও যুবাদের জন্য স্বল্প খরচে বিভিন্ন অ্যাডভেঞ্চারধর্মী সেবা ও নিরাপদ ভ্রমণের ব্যবস্থা নিতে হবে-জানিয়ে আবদুল হামিদ বলেন, সবার জন্য পর্যটন বাস্তাবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে পর্যটন শিল্পে সবার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

নানা আয়োজনে বাংলাদেশসহ সারাবিশ্বে মঙ্গলবার দিবসটি পালিত হচ্ছে।

জেএইচ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh