• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘মোবাইল ব্যাংকিংয়ে চার্জ কমছে না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৭, ১২:৫৭

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেনে চার্জ কমছে না। বেশ কিছু পদক্ষেপের পর বাংলাদেশ ব্যাংক মনে করছে এটা এখন কমানো সম্ভব নয়। কারণ এই সেবা থেকে এজেন্ট পর্যায়ের আয় অনেক কম।

বুধবার এক কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এ কথা জানান।

এর আগের দিন দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশে মোবাইল ব্যাংকিংয়ের নামে লুটপাট ও ডাকাতি হচ্ছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বগুড়ায় আমার শিক্ষককে কিছু টাকা পাঠাতে গিয়ে দেখা যায়, সেখানে গুনে গুনে ২ শতাংশ কেটে রেখেছে। তারপর সেখানে গিয়ে টাকা তুলতে গেলে তার কাছ থেকেও টাকা কেটে নিয়েছে। এই রকম লুটপাট ও ডাকাতি করছে। অথচ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে শূন্য দশমিক ৫ শতাংশ কেটে নেয়া হয়।

তার এ ধরনের মন্তব্যর পর শুভঙ্কর সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মোবাইলে লেনদেন করার ক্ষেত্রে চার্জ এখন কমানো সম্ভব হচ্ছে না। এই সেবায় খরচও বেশি; গ্রাহকরা অনেক কম ব্যবসা করেন। আর বড় কারণ হলো এখানে প্রতিযোগিতা কম।

এই মুখপাত্র বলেন, খরচ কমানোর বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল যারা ইতোমধ্যে ৫টি মিটিং করেছে। তবে এর সঙ্গে জড়িত স্টেকহোল্ডাররা ছাড় দিতে চায় না।
এসময় ধাতব মুদ্রা নিয়ে তিনি বলেন, যে ব্যাংক বা ব্যবসায়ী কিংবা ব্যক্তি কয়েন নিতে চায় না তারা বেআইনী কাজ করছেন। কারণ বাংলাদেশ ব্যাংক কয়েনের ব্যবহার বন্ধ করেনি।

গুজব কিংবা অসচেতনতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।

দিনব্যাপী কর্মশালার যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।

এসময় ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা
‘বাঙালি সংস্কৃতির বিকাশে পহেলা বৈশাখ অবিনাশী শক্তি’
X
Fresh