• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে দুদকে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৭, ১২:২১

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। ব্যাংকটির ঋণ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়।

কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাচ্চুসহ আরও কয়েকজনকে আগামী ৪ ডিসেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

এর আগে, গত ২৬ জুলাই ঋণ জালিয়াতির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে আইনের আওতায় আনার নির্দেশ দেন হাইকোর্ট।

ব্যাংকটির শান্তিনগর শাখা থেকে ২০১০ সালে ৪০ কোটি টাকা ঋণ অনুমোদনের ঘটনা ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলে দুদককে নির্দেশ দেয়া হয়।

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বাচ্চুকে ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ২০১২ সালে তার নিয়োগ নবায়নও হয়।

কিন্তু ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠলে ২০১৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করার পর চাপের মুখে থাকা বাচ্চু পদত্যাগ করেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh