• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেয়ারবাজারে দরবৃদ্ধিতে ‘পচা’ কোম্পানির দাপট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৭, ১৯:৩৪

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে সূচকের সঙ্গে বেড়ে চলেছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৬ হাজারের গণ্ডি পার করে নতুন গন্তব্যে ছুটছে। তবে বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, এ বাজারে ‘জেড’ ক্যাটাগরির কিছু প্রতিষ্ঠানের দাপট চরমে।

বছরের পর বছর লভ্যাংশ না দেওয়া জেড ক্যাটগরির ও দুর্বল মৌলভিত্তির বেশ কয়েকটি শেয়ার দরবৃদ্ধির শীর্ষ তালিকা দখল করেছে।

এগুলোর মধ্যে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাকটরিজ; শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

গত পাঁচ মাসে জেড ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের দর প্রায় তিনগুণ বেড়ে ‘অতিমূল্যায়িত’ হয়ে পড়েছে। ১৭ কার্যদিবসে শেয়ারটির দর ৯৩ শতাংশ বেড়ে বৃহস্পতিবার ১৫৫ টাকা ৪০ পয়সায় উঠেছে।