• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৭, ১৪:২৬

ব্যাংক খাতে ঋণের পাহাড় আরো দীর্ঘায়িত হওয়ার মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

গভর্নর বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি গুরুতর সমস্যা। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক উদ্বিগ্ন। তবে হঠাৎ করেই দেশে খেলাপি ঋণের পরিমাণ বাড়েনি। এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বেড়েছে।

খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ প্রতিবেদন প্রকাশের পর আজ গভর্নর এ উদ্বেগের কথা জানিয়েছেন।

ওই প্রতিবেদনে দেখানো হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার ১৫৯ কোটি টাকা। সার্বিকভাবে গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা।

প্রতিবেদন অনুযাযী, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো মোট সাত লাখ ৫২ হাজার ৭৩০ কোটি ঋণ বিতরণ করেছে। এর মধ্যে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ১১ শতাংশ।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামান, ইআরএফ’র সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
X
Fresh