• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৭, ২৩:৫৩

পদত্যাগ করলেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোহাম্মদ নূরুল আমিন।

রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্রটি অনুমোদন করা হয়।

সূত্র জানায়, ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তাকে পদ ছাড়তে হয়ছে।

আগামী ৩০ নভেম্বর থেকে নূরুল আমিন পদত্যাগপত্র কার্যকর হবে। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল।

এ বিষয়ে নূরুল আমিন বলেন, ব্যক্তিগত কারণ এবং পারিবারিক সমস্যার জন্যই পদত্যাগ করেছি। এর বেশি কিছু তিনি বলতে চাই না।

ব্যাংকটির চেয়ারম্যান আশিকুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, নূরুল আমিন দায়িত্বে থাকা অবস্থায় ব্যাংকের ধানমন্ডি শাখায় একটি ঋণখেলাপি হয়। যেটাতে নিয়মকানুন মানা হয়নি। নিয়ম মানা উচিত ছিল।

তিনি আরো বলেন, ব্যাংকের স্বার্থ রক্ষার জন্য সব জায়গায় নিয়মকানুন থাকতে হয়। সেই ঋণ খেলাপি সঙ্গে নূরুল আমিনের পদত্যাগের কিছুটা যোগসূত্র আছে। এ নিয়ে তদন্ত চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন নূরুল আমিন। ১৯৭৭ সালে জনতা ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের(এবিবি) সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের(বাফেদা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।

মেঘনা ব্যাংকের আগে এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নূরুল আমিন।

ওয়াই/কে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh