• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৭, ১৪:৫৬

পদত্যাগ করেছেন বেসরকারি মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন।

গেলো ১৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্রটি অনুমোদন করা হয়।

৩০ নভেম্বর থেকে তার পদত্যাগপত্র কার্যকর হবে।

ব্যাংকটির এক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ নূরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান। মেঘনা ব্যাংকের আগে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত মেঘনা ব্যাংকে তার চাকরির মেয়াদ ছিল।

তবে কি কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh