• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নতুন রূপে ‘অর্গানিক বাংলা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১৮:০৩

দেশের প্রথম অনলাইন ভিত্তিক অর্গানিক সুপার স্টোর ‘অর্গানিক বাংলা’ তাদের নতুন ওয়েবসাইট চালু করেছে। নতুন এই সাইটে অর্গানিক পণ্যের পাশাপাশি গ্রাহকরা যেন অন্য সব পছন্দের ব্রান্ডের পণ্য পায় সেই উদ্দেশ্যেই এবারের এই যাত্রা।

আজ রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় এই ওয়েবসাইটের যাত্রা আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।

রাসায়নিক যুক্ত খাদ্যের ভিড়ে যে সব গ্রাহক নিরাপদ খাদ্য পেতে চান অথবা ঝড়বৃষ্টি বা ট্র্যাফিক জ্যামে আটকে না থেকে যারা ঘরে বসেই বাজার করতে চান, তাদের বাজার অভিজ্ঞতা আরও আনন্দের হবে বলে আশা করা যায়।

অর্গানিক বাংলা ডটকম এর মাধ্যমে কেনা প্রত্যেকটি পণ্যই সব প্রকার রাসায়নিক মুক্ত, ফ্রেশ এবং নিরাপদ। নতুন এই সাইটের বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য পণ্য থেকে গ্রাহকরা পছন্দ অনুযায়ী পণ্য বেঁছে নিতে পারবেন।

বর্তমানে ‘অর্গানিক বাংলা’ তাদের ডেলিভারি শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ রাখলেও আগামী বছরের জানুয়ারি থেকে চট্টগ্রামেও তাদের যাত্রা শুরু করবে।

ল্যাপটপ, ডেক্সটপ অথবা মোবাইল থেকে অর্ডার করা যাবে অর্গানিক বাংলা ওয়েবসাইট www.organicbangla.com অথবা ফেসবুক মেসেঞ্জারে m.me/organicbangla এ ভিজিট করে।

এ ছাড়া অর্গানিক বাংলার নিজস্ব হটলাইন ০১৬৩১ ৭৭ ৬৬ ৭৭ সপ্তাহের ৭ দিনই সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

আরও জানতে ভিজিট করুন অর্গানিক বাংলার ফেসবুক পেজ www.facebook.com/organicbangla।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh