• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাটা সুর ২৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অারটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১২:২২

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৩০ শতাংশ অভ্যন্তরীণ লভ্যাংশের সুপারিশ করেছে। এর পুরোটাই নগদ।

২০১৭ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি তাদের আর্থিক প্রতিবেদনে দেখিয়েছে, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শেষ হওয়া প্রান্তিকে বাটা সুর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ টাকা ৭১ পয়সা।

গেলো বছরের একই সময়ে যা ছিল ৪৭ টাকা ৮৭ পয়সা।

আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০৬ টাকা ১৯ পয়সা। গেলো বছর যা ২৫৪ টাকা ১১ পয়সা ছিল।

কোম্পানিটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।

উল্লেখ্য, বাটা সু ১৯৮৫ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়। ২০১৫ ও ২০১৬ সালে কোম্পানিটি যথাক্রমে ৩২০ শতাংশ ও ৩৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh