• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিঙ্গাপুরের প্রতি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৩২

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ সোমবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাতকালে মন্ত্রী এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চলে শতভাগ বিদেশি বিনিয়োগ সরকার অনুমোদন করে।

বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী এবং দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

সিঙ্গাপুরের হাইকমিশনার বিনিয়োগকারীদের ডাবল ট্যাক্সের বিষয়টি নবায়ন করার আহ্বান জানান। মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, সিঙ্গাপুর থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ এবং বিপরীতে ৩২৫ মিলিয়ন ডলারের পণ্য সিঙ্গাপুরে রপ্তানি করে থাকে। তিনি ৬ ভাগ শুল্ক শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম
ঈদের ছুটিতে যেখানে উড়াল দিলেন মিম
X
Fresh