• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া সফরে ট্রাম্পের ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ১৬:৫৭

এশিয়ায় ১২ দিনের ম্যারাথন সফর শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আজ মঙ্গলবার এই সফরের ইতি টেনেছেন তিনি। দীর্ঘ এই সফরে মাল্টি বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে।

বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হচ্ছে, জ্বালানি খাতে বেশকিছু বড় চুক্তিসহ এই অঞ্চলে মোট ৩০ হাজার কোটি ডলারের চুক্তি হয়েছে। যার অধিকাংশ চীনের সঙ্গে।

এসব চুক্তির অর্ধেক অবশ্য জ্বালানি খাতে।

যদি এই প্রকল্প সামনের দিকে অগ্রসর হয়, তবে আলাস্কায় চীনের জ্বালানি খাতের কোনো কোম্পানির এটা প্রথম বড় বিনিয়োগ হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই সফরে যে চুক্তি হয়েছে তা আদৌ বাস্তবায়ন হবে কিনা তাতে সন্দেহ আছে।

অবশ্য এগুলো বড় চুক্তি বলে স্বীকার করেন তারা।

এশিয়ার পাঁচ দেশ ভ্রমণে ট্রাম্প বাণিজ্য নিয়ে চ্যালেঞ্জিং বার্তা দেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে বাণিজ্যের অপব্যবহারকে যুক্তরাষ্ট্র কোনোভাবে সহ্য করবে না।

তিনি এসময় অসম বাণিজ্য ঘাটতি কমানোর ওপর জোর দেন।

দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপিন্সের ম্যানিলায় সোমবার ট্রাম্প বলেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে আমরা বড় বড় পদক্ষেপ নিয়েছি। এই সফরে মোট ৩০ হাজার কোটি ডলারের চুক্তি হয়েছে। যার মধ্যে চীনের সঙ্গে হয়েছে ২৫ হাজার কোটি ডলারের।

এই সফরে তিনি পর্যায়ক্রমে জাপান, চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও ফিলিপিন্সে পৌঁছেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
X
Fresh