• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইলিশের সহনীয় দাম থাকছে আরো কিছুদিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৫

ইলিশে সয়লাব রাজধানীর বাজারগুলো। দামও সহনীয়। সাধ্যের মধ্যে দাম থাকায় খুশি ক্রেতারা। বিক্রেতারা জানালেন, এমন দাম থাকবে আরো এক সপ্তাহ।

পর্যাপ্ত সরবরাহ থাকায় ফুটপাতেই বসছে ইলিশের মেলা। সপ্তাহজুড়েই এমন দৃশ্য দেখা যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে। ভিড়-বাট্টা, হাঁক-ডাক আর বরফ ভাঙার শব্দে এ যেন এক অন্য রকম উৎসব।

সহনীয় দামে মহল্লায় ফেরিওয়ালার কাছ থেকে ইলিশ কিনেও মন ভরছে না অনেকের। তাই আরো সস্তা দামে ইলিশের সমাগম আছে এমন স্থানে তা কিনতে ভিড় জমাচ্ছেন তারা।

ক্রেতাদের আশা, জাতীয় মাছের বাজারদরের স্থিতিশীলতা অব্যাহত থাকবে।

ইলিশে সয়লাব বাজারে অন্য মাছের দেখা সহজে পাওয়া যাচ্ছে না। তাই ইলিশে বিরক্ত ক্রেতারা মাছ না কিনেই ফেরত যাচ্ছেন।

এদিকে, বেগুন ও কাঁচকলাসহ ইলিশে উপযোগী সবজির কদরও বেড়েছে বাজারে।

কোরবানির মাংস আর ইলিশের সহজলভ্যতায় কমেছে ব্রয়লার মুরগির দামও। কেজি প্রতি বিক্রি হচ্ছে মাত্র ১শ ২৫ টাকায়।

ডিএইচ/ এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh