• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎ ক্রয়ে ভারতীয় আদানির সঙ্গে চুক্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৮

ভারতের জ্বালানি খাতের কোম্পানি আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

এ চুক্তির আওতায় বিপিডিবিকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড)।

আদানি পাওয়ারের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিতব্য এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে এ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

আদানি পাওয়ার গতকাল বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) বিষয়টি নথিভুক্তির আবেদন করে।

জানা গেছে, ২৫ বছর মেয়াদি এ চুক্তির আওতায় বাংলাদেশের ব্যয় হবে ১ লাখ ৯০ হাজার ৯৭৫ কোটি টাকা।

এতে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৬১ সেন্ট, যা বাংলাদেশির মুদ্রায় ৬ টাকা ৮৯ পয়সা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
এসির টেম্পারেচার যত হলে স্বাস্থ্যের জন্য ভালো, হবে বিদ্যুৎ বিলেরও সাশ্রয়
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পাকিস্তানে বিদ্যুৎ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি
X
Fresh