• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রপ্তানি আয় বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ নভেম্বর ২০১৭, ১৬:০৯

চলতি ২০১৭-১৮ অর্থবছরের অক্টোবর মাসে রপ্তানি আয় বেড়েছে। এ মাসে রপ্তানিতে মোট আয় হয়েছে ২৮৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৬৯৬ কোটি টাকা। যা আলোচ্য মাসের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নভেম্বর মাসের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, অক্টোবরে ২৬৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরের অক্টোবর মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয় ২৬৭ কোটি ১৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। সে হিসাবে গেলো বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৪২ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার ডলার। ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার।

ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবর মেয়াদে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ১ হাজার ১৫০ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৭৪ শতাংশ কম।

তবে প্রথম চার মাসে গেলো বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ৭ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে পণ্য রপ্তানিতে আয় হয় ১ হাজার ৭৫ কোটি ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
X
Fresh