• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কমছে পেঁয়াজের ঝাঁজ

স্টাফ রিপোর্টার

  ০৯ নভেম্বর ২০১৭, ১৩:০৫

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজের দাম কমায় হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ১০ থেকে ১২ টাকা।

এরই মধ্যে পেয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে সেখানে। একদিনের ব্যবধানে দাম কমে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যা আগে বিক্রি হয়েছিল ৫০ টাকায়।

আমদানিকারকরা বলছেন, ভারতের বাজারে নতুন পেঁয়াজ আসায় দাম কমতে শুরু করেছে। বেড়েছে আমদানিও।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ীরা জানান, দাম নাগালের মধ্যে আসায় কম দামে কিনতে পারছেন তারা। এছাড়া খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, আসছে সপ্তাহে পেঁয়াজের আমদানি আরো বাড়বে। এর ফলে দাম আরো কমবে বলে আশা করছেন তারা।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের চার দিনে ২৯০০ মেট্রিক টন পেঁয়াজ এ বন্দর দিয়ে আমদানি হয়েছে। যা গেলো সপ্তাহের চেয়েও দ্বিগুণ।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের তথ্য অনুযায়ী, বুধবার বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। গেলো সপ্তাহেও একই চিত্র ছিল।

গেলো কয়েক সপ্তাহে বাজারে অস্বাভাবিক পেঁয়াজের দরবৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস উঠে। এক মাস আগে যা ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়, গত কয়েকদিন তা বেড়ে ১০০ টাকা পর্যন্ত উঠে।

আরটিভি অনলাইনে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এক হালি ভারতীয় পেঁয়াজের দাম ২০ টাকা দেখানো হয়।

আরকে/এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
রাজবাড়ীতে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন দেখছে কৃষক
পেঁয়াজ আমদানিতে আমাদের ঝুঁকি নিতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh