• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেসিক ব্যাংকের কেলেঙ্কারি তদন্তে দুদকের স্বচ্ছতার অভাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৬

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন- দুদকের স্বচ্ছতা, যোগ্যতা ও নিরপেক্ষতার অভাব আছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেলিম নামের এক আসামির জামিন আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন।

আসামি পক্ষে শুনানি করেন ড. শাহদিন মালিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম।

এই মন্তব্য মেনে নিয়ে দুদকের আইনজীবী বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত সব রাঘব-বোয়ালকে প্রমাণ সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, বেসিক ব্যাংকে দুর্নীতির পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা। এসব ঘটনায় দুদক মোট ৫৬টি মামলা করে। যার একটিতেও তৎকালীন চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নাম নেই।

এছাড়া, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রায় সবাই।

এ অবস্থায় মামলার এক আসামির জামিন শুনানিতে আজ হাইকোর্ট দুদকের তদন্তের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
X
Fresh