• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

১০ টাকার শেয়ারে ১১ টাকা লাভ দেবে পদ্মা অয়েল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৭, ১৩:৩০

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

অর্থাৎ প্রতি ১০ টাকার শেয়ারে বিনিয়োগকারীদের ১১ টাকা লাভ দেবে কোম্পানিটি।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৭ হিসাব বছর শেষে এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৬৮ পয়সা। গতবছর যা ছিল ১৯ টাকা ৭ পয়সা।

আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১০৩ টাকা ৬০ পয়সা। গতবছর যা ছিল ৯২ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে আাগামী ১৮ ডিসেম্বর।

উল্লেখ্য, ১৯৭৬ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
বিয়েতে রাজি না হওয়ায় বরের দুলাভাইকে হত্যা
গৌরনদীতে বাসচাপায় প্রাণ হারালেন শ্যালক-দুলাভাই
বুবলীকে নিয়ে তিন নায়কের লড়াই
X
Fresh