• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেয়ারবাজারে ব্যাংকের আধিপত্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৭, ১৮:৩৬

ব্যাংক খাতের আধিপত্যে চাঙাভাব নিয়ে আজ মঙ্গলবার লেনদেন শেষ করেছে দেশের শেয়ারবাজার। ঢাকার বাজারে এদিন প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৪১ শতাংশা বা ২৫ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার ১২৯ পয়েন্ট ছাড়িয়ে যায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৩ পয়েন্টের মতো।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্য দিবস সোমবারের চেয়ে ৭২ কোটি ৫১ লাখ টাকা বেশি।

আজ লেনদেন অংশ নেওয়া ১১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে ১৭২টির। আর অপরিবর্তিত আছে ৪৮টির।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনের ৩৯ শতাংশ দখল করেছে ব্যাংক খাতের শেয়ার। এদিন লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির ১৩টিই ব্যাংক খাতের শেয়ার। দরবৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ পাঁচটি কোম্পানির তিনটিই ব্যাংক খাতের।

এ বাজারে সর্বশেষ লেনদেনের শীর্ষে ছিল ইফাদ অটোস। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক ও শাহজালাল ব্যাংক। এরপরেই আছে বিবিএস ক্যাবলস, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স।

এদিন সিটি ব্যাংকের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আর শাহজালাল ব্যাংকের লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা।

অন্যদিকে মঙ্গলবার দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪ পয়েন্টে। তবে এ বাজারে আজ লেনদেন গতদিনের চেয়ে কমেছে। সিএসইতে আজ ৪৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল সোমবার ছিল ৫৩ কোটি ৬৫ লাখ টাকা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh