• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রথমবার ‘কর বাহাদুর পরিবার’ ৮৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৭, ১৫:১৬

দেশের ৮৪টি পরিবার পাচ্ছে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা। সারাদেশে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা ও কর প্রদানে পারিবারিকভাবে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল বুধবার এনবিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

এনবিআর জানিয়েছে, দীর্ঘদিন ধরে যেসব পরিবারের সদস্যরা নিয়মিতভাবে কর পরিশোধ করে আসছেন, সেসব পরিবারকেই এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় একই পরিবারের সব সদস্য দীর্ঘসময় ধরে আয়কর দিলে সে পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

এনবিআর ২০১৬-২০১৭ কর বছর পর্যন্ত দীর্ঘকাল নিয়মিতভাবে আয়কর প্রদান করে আসছেন- এমন পরিবারের তথ্য সংগ্রহ করার পর দেশে প্রথমবারের মতো অর্থমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়ন হতে যাচ্ছে।

জানা গেছে, কর বাহাদুর পরিবারের তালিকায় ঢাকা থেকে রয়েছে ১৬টি পরিবার, চট্টগ্রাম থেকে রয়েছে আটটি পরিবার আর দেশের বাকি ৬২ জেলা থেকে আছে ৬০টি পরিবার। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা থেকে মনোনয়নের জন্য যোগ্য কোনো পরিবার পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস বিকৃত করে সফল হয়নি বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি : আইইবি
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
X
Fresh