• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের ঝাঁজে নাজেহাল ভোক্তা

সেলিম মালিক

  ০৭ নভেম্বর ২০১৭, ১২:২৪

পেঁয়াজের ঝাঁজে নাজেহাল মানুষ। সরকারি বিপণন সংস্থা টিসিবির দেয়া তথ্য বলছে, গেলো বছরের এই সময়ে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। বছরের ব্যবধানে প্রায় ২০০ শতাংশ দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। আর একই সময়ে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৪২ টাকা। বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

বছরে পেঁয়াজের চাহিদা ২৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ১৭ লাখ মেট্রিক টন উৎপাদন করেন দেশের কৃষকরা। বাকিটা প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা হয়।

ব্যবসায়ীদের দাবি, দেশে পেঁয়াজের সংকটকে কাজে লাগিয়ে বন্দর থেকেই দাম বাড়িয়ে দিচ্ছে রপ্তানিকারক দেশ ভারতের ব্যবসায়ীরা। যার প্রভাব পড়ছে দেশের বাজারে। দেশের বাজার স্থিতিশীল রাখতে, ভারতীয় পেয়াজের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ তাদের।

এদিকে পাইকারি চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান জানান, ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের আরো সচেতন হতে হবে। পেঁয়াজ উৎপাদনকে উৎসাহিত করতে কৃষকদের নগদ সহায়তা দেয়ারও পরামর্শ ক্যাব সভাপতির।

আরকে/এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
X
Fresh