• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খুচরা বাজারে বন্ধ হয়নি চালবাজি

সেলিম মালিক

  ০৬ নভেম্বর ২০১৭, ১৪:১৭

আমদানি শুল্ক কমানোয় অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। তবে এখনো তা বিক্রি হচ্ছে গত বছরের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ বেশিতে। তবে খুচরা বাজারে চালের দাম নিয়ে চালবাজি বন্ধ নেই। পাইকারির চেয়ে সাত থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

হাওরে বন্যার অজুহাতে প্রায় সব জাতের চালের দাম ১৩ থেকে ১৮ টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এ অবস্থায় সরকার চাল আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি বিদেশ থেকে চাল কেনার চুক্তি করলে দাম কমতে থাকে।

তবে বাজারদর বলছে, বিআর-২৮ জাতের চাল ৪২ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছিলো। প্রায় তিন মাস পর তা কমে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। এভাবে মিনিকেট ও নাজিরশাইলেও কমেছে পাঁচ টাকা করে। আর মোটা চালে কমেছে সবচেয়ে বেশি- ১০ টাকা। তবে এসবের পরও চাল গেলো বছরের চেয়ে সাত থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে অবশ্য অস্থিরতা থামেনি। পাইকারি বাজার থেকে নাজিরশাইল ৫৫ টাকায় কিনে খুচরা বিক্রেতারা তা বিক্রি করছেন ৭০ টাকায়।

এভাবে মিনিকেটে নয় টাকা, মোটা চালে সাত টাকা ও বিআর-২৮ এ কেজিতে লাভ করছেন ১৪ টাকা।

খুচরা বাজার গিয়ে মিললো এসব অভিযোগের সত্যতা। যদিও বিক্রেতারা বলছেন, তাদের মুনাফা কেবল তিন টাকা।

তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা না গেলে এমন বৈষম্য দূর হবে না।

এজন্য সরকারের বাজার নজরদারি আরো শক্তিশালী করার পরামর্শ দিলেন তারা।

আরকে/এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
X
Fresh