• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সিমেন্সের সঙ্গে সমঝোতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৪১

পটুয়াখালীর পায়রায় হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এ প্লান্ট থেকে উৎপাদিত হবে ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ। যা হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র। আগামী ২০২১ সালের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষ হবে।

এ লক্ষ্যে আজ রোববার নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও জার্মানির সিমেন্সের মধ্যে একটি সমঝোতা হয়েছে।

এসময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ প্রমুখ উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে মোট ব্যয় হবে ২৮০ কোটি ডলার। এ প্রকল্পের ২৪০ কোটি ডলার আসবে ঋণ থেকে। বাকি ৪০ কোটি ডলার থাকবে ইক্যুইটি হিসেবে। এর মধ্যে জার্মানি থেকে আসবে মোটা অঙ্কের অর্থ; যা হবে দেশটির এককভাবে সবচেয়ে বড় বিনিয়োগ।

বিদ্যুৎকেন্দ্রটিতে ১২০০ মেগাওয়াটের মোট তিনটি ইউনিট থাকবে। আমদানি করা এলএনজি এ কেন্দ্রে কিভাবে আনা হবে তা নিয়ে সমীক্ষা চলছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এসআর/এমসি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ধাওয়া খেয়ে পায়রা নদীতে হরিণের ঝাঁপ, অতঃপর...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি, নেবে একাধিক
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে সশস্ত্র হামলা, আটক ১১
X
Fresh