• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুরগীর দামে সবজি!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৭, ১৪:২৫

ক্রেতা: কেজি কত?

বিক্রেতা: ১২০ টাকা।

ক্রেতা: কম হয় না?

বিক্রেতা: ঠিক আছে ৫ টাকা কম রাখলাম। আপনি ১১৫ টাকা করে দেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শনির আখড়া বাজারে কিচেন মার্কেটে এভাবে দরদাম হচ্ছিল ক্রেতা-বিক্রেতার। ক্রেতা তো দাম পেয়ে খুশি। কিন্তু, এক পা সামনে এগুতেই চোখ কপালে। কারণ, পাশে সবজি বাজারে ঢুকতেই কানে বাজে গা জ্বালানো দাম।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন এস এম শাহিন। তিনি সপ্তাহের বাজার করতে রায়েরবাগ থেকে শনিবার আখড়া বাজারে এসেছেন। তিনি জানান, প্রতি কেজি নতুন আলু ১০০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর গাজর ১০০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। গড়ে এই সবজিগুলোর কেজিপ্রতি দাম পড়ে প্রায় ১১৯ টাকা। অথচ এক কেজি ব্রয়লার মুরগী পড়ছে মাত্র ১১৫ টাকা। অর্থাৎ বাজারে এখন মুরগীর দামেই বিক্রি হচ্ছে সবজি।

সরেজমিনে দেখা যায়, বাজারে শীতের সবজি আসা শুরু হলেও কমেনি দাম। বরং বিভিন্ন অজুহাতে একটার পর একটা সবজির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

বাজারে দেখা যায়, অন্যান্য সবজির মধ্যে বেগুন কেজিপ্রতি ৭০-৮০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, চাল কুমড়া ৪০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা আর শশা, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কাকরোল ও কচুরমুখী-এ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে।এছাড়া ছোট আকারের ফুলকপি জোড়া ৬০ টাকা, বাঁধাকপি পিস ২৫-৩০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, লেবু প্রতি হালি ২০-৪০ টাকা। পালংশাক ও লালশাক ২০ টাকা আর পুঁইশাক ও লাউশাকের আঁটি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বেশি হওয়ায় অনেকে সবজির বদলে মুরগী কিনছেন।

এস এম শাহিন জানান, বাজারে ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। শীতকালীন নতুন সবজিগুলোর দাম তো ১০০ টাকার উপরে। প্রায় এক মাস ধরে সবজি কেনা কমিয়েছি। তুলনামূলক দাম কম থাকায় মুরগীই এখন ভরসা।

সবজির অস্বাভাবিক দাম বাড়ার সহজ উত্তর ব্যবসায়ীদের। চিরাচরিত অজুহাত তাদের। রফিক নামের এক বিক্রেতা জানান, বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে গেছে। বাজারে সরবরাহ কম। আগের তুলনায় পরিবহন ভাড়া বেশি। আমাদেরকেই এখন বেশি দামে সবজি আনতে হচ্ছে। তাই সবজির দাম বাড়তি।

তবে তিনি বলেন, শীতের সবজি পরিপূর্ণভাবে বাজারে ঢুকলেই দামে স্বস্তি পাবেন ক্রেতারা। তখন মানুষ এ দামের চেয়ে সস্তায় সবজি কিনতে পারবেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
X
Fresh