• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পায়রায় এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করছে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ নভেম্বর ২০১৭, ১৫:১৬

আরো একটি মাইলস্টোন প্রকল্প হাতে নিয়েছে সরকার। পটুয়াখালীর পায়রায় হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট। এ প্লান্ট থেকে উৎপাদিত হবে ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এ লক্ষ্যে আগামীকাল রোববার নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) ও জার্মানিভিত্তিক কোম্পানি সিমেনস এজির মধ্যে সমঝোতা স্মারক সই হবে।

রাজধানীর বিদ্যুৎ ভবনে এ সমঝোতা স্মারক সই হবে।

এসময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ দপ্তরের পরিচালক চৌধুরী সাইফুল হাসান বলেন, এনডব্লিউপিজিসিএল ও সিমেনস এজি যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, দুই কোম্পানি মিলে ৩৬০০ মেগাওয়াটের এই প্লান্ট নির্মাণ করবে। এতে থাকবে তিনটি ইউনিট, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা হবে ১২০০ মেগাওয়াট করে।

বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে কোম্পানি দুইটি সেখানে একটি এলএনজি টার্মিনালও নির্মাণ করবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
এসির টেম্পারেচার যত হলে স্বাস্থ্যের জন্য ভালো, হবে বিদ্যুৎ বিলেরও সাশ্রয়
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ধাওয়া খেয়ে পায়রা নদীতে হরিণের ঝাঁপ, অতঃপর...
X
Fresh