• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লংকাবাংলা ফাইন্যান্সের রাইটের আবেদন ১৭ ডিসেম্বর থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ নভেম্বর ২০১৭, ১৩:৫২

ব্যাংকবহির্ভুত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ারের আবেদন শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। এ আবেদন প্রক্রিয়া চলবে ১৪ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির রাইট শেয়ারের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর। প্রতিদিন ব্যাংকের লেনদেন চলাকালীন এ আবেদন করা যাবে।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লংকাবাংলার রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন করে।

কোম্পানিটিকে দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার হিসেবে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়।

এর অর্থ হলো- রেকর্ড ডেটে কেউ যদি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের দুটি শেয়ার ধারণ করেন তবে তিনি ১০ টাকা দিয়ে লংকাবাংলার আরেকটি নতুন শেয়ারের মালিক হতে পারবেন।

১০ টাকা অভিহিত মূল্যে রাইট ছেড়ে লংকাবাংলা বাজার থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা তুলবে।

এর আগে ১ আগস্ট বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে। কোম্পানিটি পুনরায় আবেদন করার পর বিএসইসি মঙ্গলবারের সভায় রাইট ইস্যুর অনুমোদন দেয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাইটনকে হারিয়ে শীর্ষে লিভারপুল
সেনবাগে ব্রাইট টিউটোরিাল হোমের বার্ষিক ক্রীড়া ও চড়ুইভাতি অনুষ্ঠিত
ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি
চাকরি দিচ্ছে বাংলালিংক
X
Fresh