• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় সংযুক্ত আরব আমিরাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ নভেম্বর ২০১৭, ১১:৫৩

জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়েদ বিন হাজার আলশেহি বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

এসময় এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফলাসি এ আগ্রহের কথা জানান। তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তাইয়েব আল মোল্লা।

সাইফ আল ফলাসি জানান, ইএনওসি বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজি ও জেট ফুয়েল সরবরাহ, রিফাইনারি স্থাপন, এফএসআরইউ ও স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করতে চায় তারা।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এ সময় বলেন, বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সুসম্পর্ক বজায় আছে। দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তারা আরো বাড়াতে চায়।

এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভিশন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহকে স্বাগত জানাচ্ছি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
স্বাস্থ্যখাতে কথা কম বলে কাজ বেশি করতে চাই : স্বাস্থ্যমন্ত্রী
রাজস্ব ঘাটতি হতে পারে ৮২ হাজার কোটি টাকা : সিপিডি
গভীর সমুদ্র থেকে প্রথমবারের মতো সরাসরি রিফাইনারিতে এলো তেল
X
Fresh