• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনুমোদিত মূলধন বাড়াবে প্যাসিফিক ডেনিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৭, ১৮:৩৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

কোম্পানির প্রতিবেদন সূত্রে জানা গেছে, কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন বাড়াবে। অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করা হবে।

আজ শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ২০ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে।

মূলধন বাড়ানো সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) একই দিন একই স্থানে অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

এসআ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh