• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দেড় কোটি ডলার ফেরতের নির্দেশ ফিলিপাইন আদালতের

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১২

উদ্ধার দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার নির্দেশ দিলেন ফিলিপাইনের আদালত। সোমবার দেশটির কেন্দ্রীয় ব্যাংককে এই নির্দেশ দেন বিচারকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য নিশ্চিত করল।

ফিলিপাইনের বিচার বিভাগের চিফ স্টেট কাউন্সেল রিকার্ডো পারাস জানালেন, উদ্ধার অর্থ ফেরত পাবার পূর্ণ অধিকার বাংলাদেশের আছে। এই মর্মে আদালত রায় দিলেন।

গেল ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

জানা যায়, সেই অর্থ ফিলিপাইনের একটি ব্যাংকে নেয়া হয়।

তবে অধিকাংশ অর্থই জুয়ার টেবিলে যায়। সামান্য কিছু উদ্ধার হয়। তা উদ্ধার করে ফিলিপাইনের বিভিন্ন সংস্থা। সেই অর্থের মধ্যে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ।

এদিকে এই খবরের পর বাংলাদেশ ব্যাংক জানাল, অচিরেই ফেরত পাওয়া যাবে সব অর্থ।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh