• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লভ্যাংশ দেয়নি বেক্সিমকোর ২ কোম্পানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৭, ১৩:২০

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানি বেক্সিমকো সিনথেটিক্স ও শাইনপুকুর সিরামিক্স শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি। তবে বেক্সিমকো লিমিডেট ও বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ যথাক্রমে ১০ শতাংশ ও সাড়ে ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলো।

আলোচ্য সময়ে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে প্রকৌশল খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিক্সের ইপিএস হয়েছে ৬ পয়সা; এনএভি রয়েছে ২৮ টাকা ৩৭ পয়সা।

এদিকে, বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে; যার ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক।

আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় ৭ টাকা ২৭ পয়সা।

চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৩ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবল নিয়োগ দেবে বেক্সিমকো, সাপ্তাহিক ছুটি ২ দিন
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করছে বেক্সিমকো
X
Fresh