• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আরো আড়াই লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৭, ১৯:০৫

দেশের চাহিদা মেটাতে আরো আড়াই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে থাইল্যান্ড থেকে দেড় লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। আর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি হবে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল।

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত দুটি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আড়াই লাখ টন চাল আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ১৭ লাখ কোটি টাকা।

তিনি বলেন, জি-টু-জি (সরকার টু সরকার) পদ্ধতিতে থাইল্যান্ড থেকে আমদানি করা প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৬৫ ডলার। এই দরে দেড় লাখ টন চাল আমদানি করতে মোট খরচ হবে বাংলাদেশি টাকায় ৫৭৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

আর জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বৈদেশিক উৎস থেকে আমদানিকৃত প্যাকেজ-১ এর আওতায় বাকি ১ লাখ টন চাল আমদানি করা হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিন্ডিকেট নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি
X
Fresh