• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্কয়ার ফার্মার সঙ্গে একীভূত হচ্ছে ২ কোম্পানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৭, ১৫:৩৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সঙ্গে স্কয়ার গ্রুপের দুটি এবং স্কয়ার টেক্সটাইলের সঙ্গে আরও একটি কোম্পানি একীভূত হচ্ছে।

ওষুধ ও বস্ত্র খাতের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সঙ্গে স্কয়ার ফরমুলেশনস লিমিটেড ও স্কয়ার হারবার অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া স্কয়ার টেক্সটাইলের সঙ্গে একীভূত হচ্ছে স্কয়ার ইয়ার্নস লিমিটেড।

তবে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও হাইকোর্টের অনুমোদন পেলেই কেবল এই একীভূতকরণের প্রক্রিয়া শুরু হবে।

২০১৪ সালে ওষুধের চাহিদা মিটাতে টাঙ্গাইলের মির্জাপুরে মমিন নগরে গড়ে তোলা হয় স্কয়ার ফর্মুলেশন লিমিটেড।যার বার্ষিক সক্ষমতা ৮ হাজার মিলিয়ন ট্যাবলেট এবং ২ হাজার মিলিয়ন ক্যাপসুল।

আর অপর কোম্পানি স্কয়ার নিউট্রাসিউটিক্যালস হারবাল ওষুধ উৎপাদন করে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিলেন পুতিন
স্কয়ার গ্রুপে চাকরি, লাগবে স্নাতক পাস
টেরিটরি সেলস অফিসার নেবে স্কয়ার
X
Fresh