• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৩০

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩০ তলা ভবনের ১৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুভঙ্কর সাহা বলেন, লিফট মেরামতের সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে এ ঘটনার সূত্রপাত হয়। তবে বড় কিছু ঘটার আগেই তা নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাবে তা সোয়া ৬টার মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বাইরে সবসময় একটি গাড়ি টহলে থাকে। সেই ইউনিটের সঙ্গে ফায়ার সার্ভিস থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়। তবে চারটি ইউনিট পথে থাকতেই আগুন নিভে যায়।

এটি বড় কোনো আগুন নয় বলে জানান তিনি।

চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই সময় ব্যাংকের ১৩তম তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয় বলে কেন্দ্রীয় ব্যাংক জানায়।

এমসি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh