• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিএসইতে ৬৭ শতাংশ কোম্পানির দরপতন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৭, ১৬:৫২

ইতিবাচক ধারা ধরে রাখতে পারছে না দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ দিন উল্লম্ফন ভাব থাকলেও তা গতকাল পড়েছে। আজো বাজারে সেই পতন অব্যাহত ছিল। এদিন সূচক ও লেনদেন পতনেই দেশের দুই বাজার শেষ হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়। ঢাকার এ বাজারেই শুধু ৬৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২২৩টির বা ৬৭ শতাংশ। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসইতে আজ ৫২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৪১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৪ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত
X
Fresh