• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যালস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ১৬:০৯

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৬৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড়ে ৪ কোটি ৬০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার।

১৬ দশমিক ৭৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির গড়ে ৩ কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে এই লেনদেন ১৭ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড়ে ১০ কোটি ২২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে যা ১ কোটি ২ লাখ ২৮ হাজার টাকা।

তালিকায় থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের ১১ দশমিক ৫৪ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯ দশমিক ৯৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৮ দশমিক ৭৩ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮ দশমিক ৯ শতাংশ, রংপুর ফাউন্ডিরির ৮ দশমিক ৫ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ১৪ শতাংশ এবং আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৭ শতাংশ দর বেড়েছে।

বিবিএস ক্যাবলস ছাড়া গেইনারে থাকা সব কোম্পানিই ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh