• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একদিন পর বাজারে আসছে ইলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ১৫:২৮

নুর আলম খান। একজন বেসরকারি চাকরিজীবী। থাকেন কল্যাণপুরের দক্ষিণ পাইকপাড়ায়। অফিস শেষ করে প্রতিদিন বাসায় ফেরেন রাত ১০টার পর। কিন্তু ৩১ সেপ্টেম্বর ফেরাটা ছিল একটু অন্যরকম। মনে মনে বলছিলেন, এই রাতেই বেশি করে ইলিশ কিনবেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। রাত ১১টার পর অন্যদিনের মতো রাজধানীর অলিতে-গলিতে আর ইলিশের দেখা মেলেনি সেদিন। ফিরতে হয়েছিল খালি হাতে।

তার মতো রাজধানীর অনেকেই ওইদিন রাতে খালি হাতে ফিরেছিলেন। নুর আলমদের মতো ব্যক্তিসহ সবার জন্য সেই ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ আসছে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো একটি দিন।

আগামীকাল ২২ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরা, বেচাকেনা, বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা উঠছে। এর এক দুই দিন পর থেকেই জমতে পারে ইলিশের বাজার। তবে ব্যবসায়ীরা বলছেন, নতুন ইলিশের বাজার জমতে অন্তত আরো দুই বা তিন দিন সময় লাগবে।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে গেলো ১ অক্টোবর থেকে এই মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আদেশে ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।