• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বপ্ন ওদের নাম দিয়েছে 'গিফটেড চিলড্রেন'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ অক্টোবর ২০১৭, ১৭:০৭

এক সুন্দর পৃথিবীর স্বপ্ন কে না দেখে? কত রকম ফুল যে আছে এ পৃথিবীতে! প্রতিটি শিশু তো এক একটি ফুল। এক এক ফুল, সে এক এক রকম সুন্দর। স্বপ্ন ওদের নাম দিয়েছে ’গিফটেড চিলড্রেন’।

বলছিলাম স্বপ্নের আউটলেটে কর্মরত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কিছু মানুষের কথা।

স্বপ্ন জানে ওদের সবাই বিশেষ কোন প্রতিভায় ভাস্বর। মেধার দিক থেকে পিছিয়ে নেই কেউই।

এ বিশ্বাস থেকেই স্বপ্ন তাদের মেধার সঠিক মূল্যায়ন করার জন্য আউটলেটে কাজ করার সুযোগ করে দেয়।

আউটলেটে কাজ করতে আসার আগে স্বপ্ন এবং পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টার- এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিবন্ধকতার শিকার এসব কর্মীদের।

এ উপলক্ষে স্বপ্ন এবং পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টার- এরই মধ্যে একটি সমঝোতা চুক্তি হস্তান্তর করে।

ওই সময় উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস (স্বপ্ন)- এর কার্যনির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টার- এর চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি।

অনুষ্ঠানে সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন মনে করে প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের রয়েছে নিজস্ব প্রতিভা, স্বকীয়তা এবং ভালো কিছু করার ক্ষমতা। বিশেষ এই প্রতিটি মানুষকে স্বপ্ন ভালোবাসা ও যত্ন সহকারে গ্রহণ করেছে। স্বপ্ন বিশ্বাস করে, তার ক্রেতারা ও তাদের একইভাবে গ্রহণ করবে।

বিশেষ চাহিদা সম্পন্ন এসব কর্মীদের কাজ করার সুযোগ দেয়ার জন্য সাজিদা রহমান তার বক্তব্যে স্বপ্নকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সঠিকভাবে প্রশিক্ষণ নিশ্চিত করার মাধ্যমে প্রতিবন্ধকতায় আক্রান্ত প্রতিটি মানুষকে সাধারণ কর্মীদের মত কর্মক্ষম করে তোলা সম্ভব এবং তারা সাধারণ কর্মীদের মতই পরিশ্রমী। তারা ভালো ফলাফল দিতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্ন এবং পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
বাজারে এল শাওমির নতুন পোকো ফোন
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
X
Fresh