• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লাভের ১০ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস

বিজনেস ডেস্ক

  ১৭ অক্টোবর ২০১৭, ১৭:১১

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত জুনে শেষ হওয়া হিসাব বছরের ১০ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে উভয় কোম্পানি। পুরোটাই দেয়া হবে নগদ।

সবশেষ হিসাব বছরে আমরা টেকনোলজির ইপিএস হয়েছে এক টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরের এই সময়ে যা ছিল এক টাকা ৪৮ পয়সা।

সবশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য(এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরের এই সময়ে যা ছিল ২২ টাকা ১০ পয়সা।

সবশেষ হিসাব বছরে আমরা নেটওয়ার্কস’র শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের এই সময় যা ছিল ৩ টাকা ১৯ পয়সা।

সবশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য(এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের এই সময়ে যা ছিল ২৩ টাকা ৬৬ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর।

এসআর/কে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh