• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কার্যক্রম চালাতে অ্যাকর্ডকে নতুন চুক্তি করতে হবে : বিজিএমইএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৭, ২২:১৯

মেয়াদের পর কার্যক্রম চালাতে হলে ইউরোপীয় ইউনিয়ন ক্রেতাদের জোট অ্যাকর্ডকে পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে। বললেন বিজিএমইএ'র সভাপতি সিদ্দিকুর রহমান।

সোমবার বিকেলে বিজিএমইএ ভবনে অ্যাকর্ডের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিদ্দিকুর রহমান বলেন, পুরোনো কাঠামোয় ইউরোপীয় ইউনিয়নের অ্যাকর্ড ক্রেতাজোটের সাথে নতুন কোনো চুক্তি হবে না। এ সময় স্বপক্ষে সমন্বয় মনিটরিং কমিটি করারও প্রস্তাব দেন তিনি।

এদিকে আগামী বুধবার চুক্তি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

গতকাল রোববার অ্যাকর্ডের কার্যক্রমের মেয়াদ অনুমোদন ছাড়া আরো তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার আদেশ দিয়েছিল হাইকোর্ট। এছাড়া সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের অনুমোদন না নিয়ে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়।

আগামী বছরের মে মাসে বাংলাদেশে অ্যাকর্ডের পাঁচ বছরের কার্যক্রমের মেয়াদ পূর্ণ হবে। ওই সময়ের পর আরো তিন বছর তাদের কার্যক্রম চালিয়ে যেতে গত জুনের শেষ দিকে তারা সিদ্ধান্ত নেয়।

২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশি কারখানা পরিদর্শনে ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত হয় অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজে অভিযানে মালিকপক্ষের আপত্তি
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
জিম্মি জাহাজে অভিযানে ঢাকার অনুমতি চেয়েছিল ইইউ
আজ ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh