• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিদেশ ভ্রমণে ১০ হাজার টাকা বহন করা যাবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৭, ২১:৩৭

বিদেশে যেতে ও আসতে বাংলাদেশি মুদ্রা ১০ হাজার টাকা বহন করতে পারবেন ভ্রমণকারীরা। আগে বিদেশে যেতে ও আসতে ভ্রমণকারীরা ৫ হাজার টাকা বহন করতে পারতো। সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপণ জারি করে এ তথ্য জানিয়েছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৈদেশিক মুদ্রা লেনদেনের সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মো. রাজী হাসান স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ হতে বাংলাদেশে আসতে এবং বাংলাদেশ হতে বহির্গমনকালে বহনযোগ্য বাংলাদেশি কারেন্সির পরিমাণ মাথাপিছু টাকা ৫,০০০ (পাঁচ হাজার) হতে টাকা ১০,০০০ (দশ হাজার) এ উন্নীত করা হলো। গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন্স, ২০০৯ এর প্রথম খন্ডের ষষ্ঠ অধ্যায়ের ১ নং ও ৯ নং অনুচ্ছেদের নির্দেশাবলী এতদনুসারে সংশোধিত বিবেচিত হবে।

এর আগে ২০১৪ সালের ৩০ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে প্রবেশ এবং বহির্গমনের সময় ৫ হাজার টাকা আনা ও নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh