• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুঁজিবাজারে ৩ কোম্পানির ‘অস্বাভাবিক দরবৃদ্ধি’

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৭, ১৪:১৯

মূল্য সংবেদন তথ্য না থাকলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বেড়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও মেঘনা কনডেন্স মিল্ক।

কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গেলো ২৬ সেপ্টেম্বর থেকে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারদর প্রায় টানা বাড়ছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৩০ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৭১ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। অর্থাৎ দর বেড়েছে প্রায় ৩১ শতাংশের বেশি।

কোম্পানিটির কাছে গতকাল (১৫ অক্টোবর) শেয়ারের এই দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ডিএসই।

মেঘনা কনডেন্স মিল্কের দরবৃদ্ধি অব্যাহত আছে গেলো ১ অক্টোবর থেকে। এছাড়া ১১ অক্টোবর থেকে দরবৃদ্ধি অব্যাহত আছে ইস্টার্ণ লুব্রিকেন্টসের।

এ কোম্পানি দুইটির কাছে যথাক্রমে ১২ অক্টোবর ও ১৫ অক্টোবর কারণ জানতে চায় ডিএসই।

জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, ইস্টার্ন লুব্রিকেন্টেসের শেয়ার দর গেলো তিন দিনে ৮৭০ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ এক হাজার ৬ টাকা ৩০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

এছাড়া মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর প্রায় ২৬ শতাংশ বেড়েছে। ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময়ে শেয়ারটি ১৩ টাকা ৯০ পয়সা থেকে সর্বশেষ ১৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
ক্রমাগত পতনের পর চাঙ্গা পুঁজিবাজার
৩৫টি বাদে সব কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল
X
Fresh