• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আয়কর পেশাজীবী নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ১৯:০৭

আয়কর পেশাজীবী(আইটিপি) নিবন্ধন-২০১৭ এর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ১৬ হাজার ১০৩ জনের মধ্যে আট হাজার ১৪৯ জন উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার এ ফল প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। লিখিত পরীক্ষার ফল অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

এনবিআরের ওয়েবসাইট ও ‘http://nbr.gov.bd/uploads/public-notice/ITP_pub_result.pdf’ লিঙ্কে সার্চ করে ফলাফল জানা যাবে।

আয়কর আইনজীবী হতে ২২ হাজার ৩৮৬ জান আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকা ও আবেদনের শর্ত পূরণ না হওয়ায় ৩৯৭ জনের আবেদনপত্র বাতিল করা হয়। লিখিত পরীক্ষায় ১৬ হাজার ১০৩ জন অংশ নেয়।

এর আগে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ঢাকার পাঁচটি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়কর দাতার নিবন্ধন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে আয়কর পেশাজীবী নিবন্ধনের কার্যক্রম বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এনবিআর।

প্রতিষ্ঠানটির মতে, সরকারের রাজস্ব ভাণ্ডারে অর্থ যোগানে আয়কর পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যথাযথভাবে এ দায়িত্ব পালনের মাধ্যমে তারা সাধারণ জনগণকে নিয়ম মেনে কর প্রদানে সচেতন ও উদ্বুদ্ধ করতে পারবেন বলেও মনে করে এনবিআর।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, জেনে নিন ফি কতো
X
Fresh