• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হোটেল নির্মাণে আইএফসির সঙ্গে বেঙ্গলের ৩৬ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি

অনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৪

পাঁচ তারকা হোটেল নির্মাণে বেঙ্গল হোটেল ও রিসোর্টের সঙ্গে ৩৬ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করেছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এবং এফএমও।

আজ (বুধবার) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়।

এ ঋণের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

রাজধানীর তেজগাঁয়ে আধুনিক পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে বেঙ্গল হোটেল ও রিসোর্ট লিমিটেড। আর এজন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় ৩৬ মিলিয়ন ডলারের এ ঋণ চুক্তি হয়। এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের শীর্ষ ব্যক্তিরা।

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম বলেন, বেঙ্গল গ্রুপ সফলতার সঙ্গে দেশে ব্যবসা করে আসছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় যোগ দিতেই এ উদ্যোগ বলে জানান তিনি।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, এ উদ্যোগ দেশের হোটেল ব্যবসায় নতুন দিকের সূচনা করবে।

২০২১ সালে এ হোটেল উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh