• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিদ্যুতের ১৪ শতাংশ দাম বাড়ার প্রস্তাব করেছে পিডিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬

ক্রয়-বিক্রয়ের মধ্যে ঘাটতির অজুহাতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম ১০.৬৫ শতাংশ বা ৭২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য আয়োজিত ধারাবাহিক গণশুনানির দ্বিতীয় দিনে এসব প্রস্তাব করা হয়।

শুনানিতে সভাপতিত্ব করেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। এসময় পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ, বিইআরসির সদস্য রহমান মুরশেদ, মাহমুদউল হক ভুইয়া, আব্দুল আজিজ খান ও মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শুনানিতে পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ প্রস্তাবনায় বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ট্যারিফ নির্ধারণে মোট বিতরণ লোকসান ১১ শতাংশ বিবেচনা করা হয়েছে। খুচরা ট্যারিফের পূর্ববর্তী ঘাটতি ৩ শতাংশ ও প্রস্তাবিত বাল্ক ট্যারিফ বৃদ্ধি সাড়ে ১২ শতাংশ বিবেচনা করা হয়েছে। বর্তমানে ক্রয়-বিক্রয়ের মধ্যে ঘাটতি থাকায় প্রতি ইউনিটে ৩ শতাংশ হারে লোকসান দেয়া হচ্ছে। শুধু ২০১৬-১৭ অর্থবছরে ৫৩৮ কোটি ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। এ কারণে দাম বাড়ার প্রস্তাব করা হয়েছে।

তিনি আরো বলেন, চলতি অর্থবছরে (২০১৭-২০১৮) পিডিবি পাইকারি বিদ্যুতের প্রাক্কলিত সরবরাহ ব্যয় ধরেছে ইউনিট প্রতি ৫ টাকা ৯৯ পয়সা। এ হিসেবে ইউনিট প্রতি লোকসান হবে ১ টাকা ৯ পয়সা।

অপর দিকে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি ১০.৬৫ বা ৭২ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে।

আগামীকাল বুধবার গণশুনানি হওয়ার কথা রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর। সকাল ১০ টায় কাওরান বাজার টিসিবি মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে কমিশনে আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বৃদ্ধির আবেদন করেছে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh