• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সপ্তাহের ব্যবধানে ফের কমলো সোনার দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৬

সপ্তাহের ব্যবধানে ফের কমলো সোনার দাম। নতুন দামে প্রতি ভরি সোনায় কমেছে ৮৭৫ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় আগামীকাল মঙ্গলবার থেকে দেশে সোনার দাম কমানো হলো।

বাজুসের নতুন দামে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকা, যা আগে ছিল ৪৮ হাজার ৯৮৮ টাকা। ফলে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি বিক্রি হবে ৪৫ হাজার ৭২৩ টাকা, যা আগে ছিল ৪৬ হাজার ৭৭৩ টাকা। ফলে কমেছে ১ হাজার ৫০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকা, যা আগে ছিল ৪১ হাজার ১১৬ টাকা। এখানে দাম কমেছে ৮৭৫ টাকা। সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি হয়েছে ২৬ হাজার ২৪৪ টাকা, যা আগে ছিল ২৫ হাজার ৩৬৯ টাকা। ফলে দাম কমেছে ৮৭৫ টাকা। এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh